ওগো শিবের প্রণয়িনী, জগতজননী
Ogo Shibero Pronoyini, JagataJanani
গীতিকার-নিখিল রঞ্জন মল্লিক
সুর-গৌতম মুখার্জী (সেন্টু)
শিল্পী-অন্তিম দীপ
ওগো শিবের প্রণয়িনী, জগতজননী
করুনাময়ী তারা মা।
শিবের প্রণয়িনী, জগতজননী
করুনাময়ী তারা মা।
তোর সন্তানের কান্না
শুনেও কি তোর মনে
হয়না কোন বেদনা ?
ও মা ও মা ও মা ও মা।
আমি মন প্রাণ দিয়ে
তোকে ডাকি সকাল সন্ধ্যায়।
তোর নামেতে মন যে আমার
কত যে গান গায়।
তোর মনেতে তার কি কোনো
অনুভব নাহি হয়।
তোর মনেতে তার কি কোনো
অনুভব নাহি হয়।
তোর মনে কি কোনো
সাড়া জাগেনা ?
ও মা ও মা ও মা ও মা।
আমি জানি না মা
তোর সাধনা কি করে যে হয় ?
তোরই সন্তান এই দুনিয়ায়
বড়ই অসহায়।
তোর চরণে পূজা করি যে
আমি রক্ত জবায়
তোর চরণে পূজা করি যে
আমি রক্ত জবায়
মাগো আমার কি
কখনও চৈতন্য হবেনা ?
ও মা ও মা ও মা ও মা।
শিবের প্রণয়িনী,জগতজননী,
করুনাময়ী তারা মা।।
তোর সন্তানের কান্না
শুনেও কি তোর মনে
হয়না কোন বেদনা ?
ও মা ও মা ও মা ও মা
ও মা ও মা ও মা ও মা।