মায়ের কান্দন যাবত জীবন | Mayer Kandon Jabot Jibon | মমতাজ

শিরোনামঃ মায়ের কান্দন যাবত জীবন
শিল্পীঃ মমতাজ
গীতিকারঃ শাহ আলম সরকার
Original Singer : Momtaz Lyrics & Tune : Sahalam Sarkar Gaan : Folk Song Cover By : Bizly Program Name : Khude Gaanraj – 2011 , Channel i Director : Izaz Khan Swapan গানের নাম : মায়ের কান্দন যাবৎ জীবন মূল শিল্পী : মমতাজ গীতিকার এবং সুরকার : শাহ আলম সরকার গান : ফোক গান কভার বাই : বিজলী অনুষ্ঠানের নাম : ক্ষুদে গানরাজ – ২০১১ , চ্যানেল আই পরিচালক : ইজাজ খান স্বপন

মায়ের কান্দন যাবত জীবন

মায়ের কান্দন যাবত জীবন দুই চার মাস বইনের কান্দন রে ,
ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না ,
গর্ভ ধারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদী আমার জনম দুঃখী মা ।।
হাতে পায়ে তেল মাখাইয়া মা দিল শক্ত করি ,
পেসাব পায়খানা আমি মায়ের কোলেই করি ,
তবু না রাগ হইল ভিজলো গুয়ে মোতে ,
আমারে শুকনায় রাখিয়া মায় থাকে ভিজাতে ।।
মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে গো ,
মায়ে সন্তানেরে লইয়া কোলে ভুলে প্রসব যন্তনা ,
গর্ভ ধারিনী মা জনম দুঃখিনী মা ,
দুঃখের দরদী আমার জনম দুঃখি মা ।
মায়ের কান্দন যাবত জীবন দুই চার মাস বইনের কান্দন রে ,
ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না ,
গর্ভ ধারিনী মা জনম দুঃখিনী মা ,
দুঃখের দরদী আমার জনম দুঃখি মা ।।

 

Mayer Kandon Jabot Jibon

 

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *