আমার জীবন তরীর হালটি ধরে | Amar Jibon Torir Halti Dhore | Key Lyrics

আমার জীবন তরীর হালটি ধরে
Amar Jibon Torir Halti Dhore
শিল্পী-মান্না দে
আমার জীবন তরীর হালটি ধরে,
আছেন তারিণী।।
তাই নদী ছেড়ে খালে নালায়
নদী ছেড়ে খালে নালায়
ঢুকতে পারিনি।
আমার জীবন তরীর হালটি ধরে
আছেন তারিণী।
এই তরীকে বসুন্ধরায়,
পেলাম যেদিন মায়ের দয়ায়।।
সেদিন থেকেই মা ছাড়া আর।।
কারো হাতে হাল তো ছাড়িনি।
আমার জীবন তরীর হালটি ধরে
আছেন তারিণী।
তাই নদী ছেড়ে খালে নালায়
নদী ছেড়ে খালে নালায়
ঢুকতে পারিনি।
আমার জীবন তরীর হালটি ধরে
আছেন তারিণী।
আমার মাথায় মায়ের আশিস
সারা দেহে মার মমতা
আমার ক্ষতি করবে কে আর !
কতটুকু কার ক্ষমতা !
আমার মাথায় মায়ের আশিস
সারা দেহে মার মমতা।
জলের নীচে পাহাড় রাখো,
কভু তরী ডুববে না কো।।
মার চালনায় চলব আমি।।
কোথায় আজও তাই তো হারিনি!
আমার জীবন তরীর হালটি ধরে
আছেন তারিণী
তাই নদী ছেড়ে খালে নালায়
নদী ছেড়ে খালে নালায়
ঢুকতে পারিনি।
আমার জীবন তরীর হালটি ধরে,
আছেন তারিণী।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *