ভব নদীতে কে যাও তুমি
Bhobo Nodite Ke Jau Tumi
গীতিকারঃ শাহ্ মিলাদূর আবেদ (মিলাদ)
ভব নদীতে কে যাও তুমি
রঙিন পাল উড়াইয়া রে ভাবেরও নাইয়া।
আমারে নিবায়নি নাউ ভিড়াইয়া।
ভাবের নাইয়া রে…
প্রেমে যদি হয়রে মরন,
তবে আমার সার্থক জীবন।
আশায় আছি বন্দুর পানে চাইয়া।
জীবন যৌবন সব ই অসার,
বন্ধু যদি না হয় আমার।
তাইতো বলি নেও আমায় তুলিয়া (।।)
রে ভাবেরও নাইয়া।
ভাবের নাইয়া রে…
দেখিলে মোর বন্ধুয়ার মুখ,
মনেতে পাইবোরে সুখ।
দেখব তারে নয়নও ভরিয়া।
অচিন দেশে বন্দু আছে,
নিয়ে চলো তাহার কাছে।
বলি আমি মিনিতি করিয়া (।।)
রে ভাবেরও নাইয়া।
ভাবের নাইয়া রে…
শাহ মিলাদ ভেবে বলে,
জীবন আমার যায় বিফলে,
হেলায় হেলায় দিন যে গেল গইয়া।
কপাল পোড়া আমি বুঝি,
কিছুই না করিলাম পুঁজি।
ভব পারে আছিরে দাড়াইয়া (।।)
রে ভাবেরও নাইয়া।