রামকৃষ্ণ পরমহংসদেব দেব মহা মোর
RamaKrishna Paramhansadev Maha Mor
কথা-নারায়ণ দাস
কন্ঠ-মনসুর ফকির
রামকৃষ্ণ পরমহংসদেব দেব মহা মোর
বৌদ্ধ যীশু খ্রিস্টান,এই মানুষই ভগবান।
মানুষ ভগবান এই মানুষই ভগবান।
অদ্বৈত আচার্য কেঁদেছিলে হরি
আর কোথায় আছ এসো তুমি
গোলক বিহারী;
অদ্বৈত আচার্য কেঁদেছিলে হরি হরি
কোথায় আছ এসো তুমি গোলক বিহারী।
এসে ধরাধাম জীবের কর পরিত্রাণ
দয়াল এসে ধরাধাম জীবের কর পরিত্রাণ।
ধর নিতি হরিনাম,ধর নিতি হরিনাম।
এই মানুষই হয় ভগবান
আমার মুর্শিদ ভগবান মানুষ ভগবান
এই মানুষই ভগবান।
অনন্ত শয়নে তুমি ছিলে মূর্তি
আর দেখে জীবের এই দুর্গতি
অযোধ্যায় ছিলে কয়েকদিন।
হায়রে অনন্ত শয়নে তুমি ছিলে মূর্তি
আর দেখে জীবের এই দূর্গতি
অযোধ্যায় ছিলে কয়েকদিন।
তুমি নাম দিয়ে জীব করলে উদ্ধার
নাম দিয়ে জীব করলে উদ্ধার
ভক্তকে করলে তোমার
মানুষ ভগবান মানুষ ভগবান
এই মানুষই হয় ভগবান।
আমার মুর্শিদ ভগবান মানুষ ভগবান
এই মানুষই ভগবান।
নারায়ণ দাস কেঁদে বলে
তুমি উদয় হও এই
ভক্তের হৃৎকমলে।
নারায়ণ দাস কেঁদে বলে
তুমি উদয় হও দয়াল
ভক্তের হৃৎকমলে।
দেখব দুটি নয়ন ভরে।।
এসে জুড়ায় প্রাণ।
মুর্শিদ ভগবান মানুষ ভগবান
এই মানুষই হয় ভগবান
আমার মুর্শিদ ভগবান মানুষ ভগবান
এই মানুষই হয় ভগবান।
রামকৃষ্ণ পরমহংসদেব
দেব মহা মোর
বৌদ্ধ যিশু খ্রিস্টান;
মানুষই ভগবান
এই মানুষই হয় ভগবান।
আমার মুর্শিদ ভগবান মানুষ ভগবান
এই মানুষই ভগবান।