আমার চরণটা ধরিসনে তোরা, আচরণটা ধর | Amar Choronta Dhorisne Tora Achoronta Dhor | Song Lyrics

আমার চরণটা ধরিসনে তোরা, আচরণটা ধর
Amar Choronta Dhorisne Tora Achoronta Dhor
কথা,সুর,শিল্পী-অর্জুন বিশ্বাস
আমার চরণটা ধরিনে তোরা।।
আচরণটা ধর।
(এই)দেহের মধ্য দিয়েই,
পরম আত্মার সন্ধান কর।।।
এই দেহের মাঝে কৃষ্ণের বাঁশি
বাজে সুরে সুরে,
সেই দেহ রেখে কৃষ্ণ খুঁজিস
কেন তোরা দূরে।।
(ওরে)মিছে মরিস ঘুরে ঘুরে।।
বিশ্ব চরাচর।
(এই)দেহের মধ্য দিয়েই,
পরম আত্মার সন্ধান কর।।
আমি যে পথে হেটেছি তোরা
সেই পথে হাট,
আমার মত তোরাও পাবি
পর পারের ঘাট।।
(ওরে)খুলে যাবে ব্রহ্ম কপাট।।
পাবি স্রষ্টার ঘর।
(এই)দেহের মধ্য দিয়েই,
পরম আত্মার সন্ধান কর।।
(আমার)চরণটা ধরিছনে তোরা।।
আচরণটা ধর,
(এই)দেহের মধ্য দিয়েই
পরম আত্মার সন্ধান কর।।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *