কোথায় তুই খুঁজিস্ ভগবান | Kothay Tui Khujis Vogoban | Song Lyrics

কোথায় তুই খুঁজিস্ ভগবান
Kothay Tui Khujis Vogoban
নজরুল-গীতি
ভজন/পাহাড়ী-কার্ফা
কন্ঠ-অনুপ জলোটা
কোথায় তুই খুঁজিস্ ভগবান
সে যে রে তোরই মাঝে রয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
সাজিয়া যোগী ও দরবেশ
খুঁজিস্ যারে পাহাড় জঙ্গলময়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়
কোথায় তুই খুঁজিস্ ভগবান
সে যে রে তোরই মাঝে রয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
আঁখি খোল্ ইচ্ছা-অন্ধের দল,
নিজেরে দেখরে আয়নাতে।।
দেখিবি তোরই এই দেহে
নিরাকার তাঁহার পরিচয়।
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়
দেখিবি তোরই এই দেহে
নিরাকার তাঁহার পরিচয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
কোথায় তুই খুঁজিস্ ভগবান
সে যে রে তোরই মাঝে রয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
ভাবিস্ তুই ক্ষুদ্র কলেবর,
ইহাতে অসীম নীলাম্বর।।
এই দেহের আধারে গোপন
রহে যে বিশ্ব-চরাচর।
প্রাণে তোর প্রাণের ঠাকুর
বেহেস্তে স্বর্গে কোথাও নয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
প্রাণে তোর প্রাণের ঠাকুর
বেহেস্তে স্বর্গে কোথাও নয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
কোথায় তুই খুঁজিস্ ভগবান
সে যে রে তোরই মাঝে রয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
এই তোর মন্দির-মসজিদ
এই তোর কাশী-বৃন্দাবন।
আপনার পানে ফিরে চল
কোথা তুই তীর্থে যাবি মন!
এই তোর মক্কা-মদিনা
জগ্ননাথ-ক্ষেত্র এই হৃদয়।
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
এই তোর মক্কা-মদিনা
জগ্ননাথ-ক্ষেত্র এই হৃদয়।
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
কোথায় তুই খুঁজিস্ ভগবান
সে যে রে তোরই মাঝে রয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
সাজিয়া যোগী ও দরবেশ
খুঁজিস্ যারে পাহাড় জঙ্গলময়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়
কোথায় তুই খুঁজিস্ ভগবান
সে যে রে তোরই মাঝে রয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *