মা এলোরে এলোরে বছর পরে
Maa Elore Elore Bochor Pore
কথা-সুব্রত নাথ
মিউজিক কম্পোজার-বিদ্যুৎ কর্মকার
শিল্পী-শুভজিৎ কুমার
এলোরে মা এলোরে মা এলোরে মা
[মা এলোরে এলোরে বছর পরে]-২
ঘরে ঘরে খুশী দিবে ভরে
থাকিস না আর চুপটি করে
[মা এলোরে এলোরে বছর পরে]-২
[আয়রে ছুটে আয় কোমর বেঁধে আয়]-২
[মায়ের পূজোর বোধন হবে,
নতুন পোশাক নতুন সাজে]-২
ঢ্যাং কুড় কুড় বাদ্যি বাজে
বরণ ডালা আন সাজিয়ে
[মা এলোরে এলোরে বছর পরে]-২
[মায়ের কাছে বলবো সবাই,
চলনা ওরে মা’র কাছে যাই]-২
[প্রাণের কথা মনের ব্যথা,
আয়না তোরা মাকে জানাই]-২
রাঙা পায়ে প্রণাম জানাই
দুঃখ সকল যাবে পলায়ে
[মা এলোরে এলোরে বছর পরে]-২
ঘরে ঘরে খুশী দিবে ভরে
থাকিস না আর চুপটি করে
[মা এলোরে এলোরে বছর পরে]-২