ঢাকে কাঠি বিসর্জনের বিজয়ারি সুর
Dhake Kathi Bisorjoner Bijoyari Sur
জি বাংলা সিরিয়াল: স্ত্রী
কথা: স্নেহাশিস চক্রবর্তী
যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ।।
যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেন সংস্থিতা
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ।।
ঢাকে কাঠি বিসর্জনের বিজয়ারি সুর
কৈলাসে ফিরে চলে দুর্গা ঠাকুর
[ঢাকে কাঠি বিসর্জনের বিজয়ারি সুর
কৈলাসে ফিরে চলে দুর্গা ঠাকুর
বিষাদের বরণ-ডালায়,পানপাতা সিঁদুর সাজা,
দূর্বা সুপারি ধানে,প্রদীপের শিখার আভা,
আয়রে আয়রে সবাই মেতে উঠি সিঁদুর খেলায়]-২
[আসছে বছর আসবে সবার ঘরে,
বিদায় জানাই মাগো এই কামনা করে]-২
ভিখারি শিবের ঘরে মা বুঝি ফিরলো এবার
ষষ্ঠীতে বোধন করে বিজয়ায় কি উপহার
নিঠুরও নবমী এসে হয়নি দয়া যে তোর
দশভুজা চলে যাবে গুনছি বিদায় প্রহর
আসছে বছর আগমনী একটু আগে আয়
মাকে বলবো তোমার সন্তান তোমার অপেক্ষায়
বাজে রে ঢ্যাং কুরা কুর আজ বিজয়ার সুর
বোলো দূর্গা মাইকী,জয় !
ঢাকে কাঠি বিসর্জনের বিজয়ারি সুর
কৈলাসে ফিরে চলে দুর্গা ঠাকুর
বিষাদের বরণ-ডালায়,পানপাতা সিঁদুর সাজা,
দূর্বা সুপারি ধানে,প্রদীপের শিখার আভা,
আয়রে আয়রে সবাই মেতে উঠি সিঁদুর খেলায়।