কে বলে পাষাণী তুই দয়ার অন্ত নাই | Ke Bole Pashani Tui | Key Lyrics

Ke Bole Pashani Tui
কথা: প্রণব রায়
সুর: অনিল বাগচী
শিল্পী: ধনঞ্জয় ভট্টাচার্য
মা মাগো
[কে বলে পাষাণী তুই দয়ার অন্ত নাই!]-২
মা তোর দয়ার অন্ত নাই!
[অবোধ ছেলের বায়না মেটাস,
যখনি যা চাই(মাগো)]-২
মা তোর দয়ার অন্ত নাই!
কে বলে পাষাণী তুই দয়ার অন্ত নাই!
মা তোর দয়ার অন্ত নাই!
ছেলের ব্যথা এলোকেশী,
তোর বুকে যে বাজে বেশী।
[এমন স্নেহ ত্রিভুবনে
কার কাছে বা পাই(মা)!]-২
দয়ার অন্ত নাই!
তোরি দেওয়া খেলনা পেয়ে
তোরেই ভুলে থাকি,
তুই খেলনা কেড়ে নিলে আবার
মা বলে যে ডাকি!
তুই মা তখন কোলে নিয়ে,
কান্না আমার দিস ভুলিয়ে-
[কাঁদাস মোরে মাগো তোরে,
পাছে ভুলে যাই(মা)]-২
দয়ার অন্ত নাই!
কে বলে পাষাণী তুই দয়ার অন্ত নাই!
মা তোর দয়ার অন্ত নাই!

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *