আর কত রাত একা থাকবো
Aar Koto Raat Eka Thakbo
ছায়াছবি: চোখের আলোয়
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
শিল্পী: আশা ভোঁসলে
[আর কত রাত একা থাকবো]-৪
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙ্গে ছবি আঁকবো ও ও
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙ্গে ছবি আঁকবো
[আর কত রাত একা থাকবো]-২
[ফুলের গন্ধ ভরা বাতাস এসে
আমাকে পাগল করে বইবে
মুখ বুজে মন কত সইবে]-২
এমন লগ্ন পেয়ে কি করে বলো
নিজেকে সরিয়ে আমি রাখবো
[আর কত রাত একা থাকবো]-২
[মিলন ছন্দ ঝরা সোহাগ নিয়ে
সেতারটা আর কত বাজবে
শুধু শুধু মন কত সাজবে]-২
এ মালা গাঁথার এই লজ্জ্বা আমি
কি করে আঁচল দিয়ে ঢাকবো
[আর কত রাত একা থাকবো]-২
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙে ছবি আঁকবো
[আর কত রাত একা থাকবো]-২