আপন ঘরের খবর নে না
Apon Ghorer Khobor Ne Na
ফকির লালন সাঁই
আপন ঘরের খবর নে না।
অনাসে দেখতে পাবি
কোন খানে সাঁইর বারাম খানা।
কোমল কোঠা কারে বলি
কোন মোকাম তার কোথা গলি
কোন সময় পড়ে ফুলি
মধু খায় সে অলি জনা।
সুক্ষ জ্ঞান যার ঐক্য মুখ্য
সধকেরি উপলক্ষ
অপরূপ তারি বৃক্ষ
দেখলে চোখের পাপ থাকেনা।
শুঁকনো নদীর সুখ সরোবর
তিলে তিলে হয় গো সাঁতার
লালন কয় কীর্তিকর্মার
কীর্তিকর্মার কি কারখানা।