দাসের যোগ্য নই চরণে
Daser Jogyo Noi Chorone
কথা ও সুর : লালন ফকির
দাসের যোগ্য নই চরণে
নইলে দশা ঘটত না আর মোর জীবনে।।
পদে যদি দাসী হতাম,
চরণে রাখতেন গুণধাম,
থাকত না আর অসত্য কাম
দূরে যেত ভয় শমনে।।
জানা গেল বেদ পূরাণে,
ভক্তের বাক্য সবাই মানে,
তোমা বিনে যাই কোন খানে,
পদে রেখ দীন হীনে।।
কেঁদে বলে বংশী ধারী,
দাসের ভার কি এতই ভারী,
লালন বলে দেখবো তারি,
দেখবো রে স্বরূপ সাধনে।।