শহরটার এই গোলক ধাঁধায়
Shahartar Ei Golok Dhandhay
ছায়াছবি: হংসরাজ (১৯৭৫)
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: সুধীন দাসগুপ্ত
ও বাবুমশাই এখন আমি কী শোনাই?
[শহরটার এই গোলক ধাঁধায় আঁধার হলো মন]-২
মন্দ ভালোর এই কি খেলা
ভোলা মন মন রে
মন্দ ভালোর এই কি খেলা
চলছে হেথা সর্বক্ষণ,আঁধার হলো মন
শহরটার এই গোলক ধাঁধায় আঁধার হলো মন।
কেউ বিনা দোষে চোর হয়ে যায়
কেউ সাধু সেজে পরাণ বাঁচায়
আবার গরীব বন্ধু রাখতে কথা
পণ করে দেয় তার জীবন,আঁধার হলো মন
শহরটার এই গোলক ধাঁধায় আঁধার হলো মন।
[হেথায় ধনীর ছেলে সাহেব টনি]-২
আছে যে তার টাকার খনি
আর শ্যামু দাদার নেই যে কিছুই
আছে হৃদয় রত্নধন,আঁধার হলো মন
শহরটার এই গোলক ধাঁধায় আঁধার হলো মন।
হেথায় বাবারে কেউ ড্যাডি ডাকে
মাম্মি বলে নিজের মাকে
[(আমি) গাঁয়ের ছেলে গড় করি ভাই]-২
সেই বাঙালির শ্রীচরণ,আঁধার হলো মন
শহরটার এই গোলক ধাঁধায় আঁধার হলো মন
মন্দ ভালোর এই কি খেলা
ভোলা মন মন রে
মন্দ ভালোর এই কি খেলা
চলছে হেথা সর্বক্ষণ আঁধার হলো মন
শহরটার এই গোলক ধাঁধায় আঁধার হলো মন।