এ তো নয় শুধু গান
E To Noy Shudhu Gaan
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: সতীনাথ মুখোপাধ্যায়
শিল্পী: কুমার শানু
E To Noy Shudhu Gaan
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: সতীনাথ মুখোপাধ্যায়
শিল্পী: কুমার শানু
এ তো নয় শুধু গান,
এ যেন অামার কিছু অনুরাগ,
আর কিছু অভিমান।
হয়ত বা তুমি আমার গানের
এ ভাষা রে যাবে ভুলে
এ মালা ফেলিবে খুলে
তবু জেনে রাখ
মোর প্রেম কভু
চায়নি তো প্রতিদান।
এ তো নয় শুধু গান
এ যেন অামার কিছু অনুরাগ
আর কিছু অভিমান।
কি কথা যে আজ
জানাই তোমায়
এ গানের সুরে সুরে।
আজ নয় জানি
বুঝিবে গো তুমি
চলে যাবে যবে দূরে।
সেদিন যদি বা
ফাগুনের মত
আমার ভূবন ঘিরে
আস তুমি ওগো ঘিরে।
একটি সে নদী
দেখিবে মরুতে
হয়ে গেছে অবসান।
এ তো নয় শুধু গান
এ যেন অামার কিছু অনুরাগ
আর কিছু অভিমান।