ইমন রাগের গান
Imon Rager Gaan
কথা ও সুর: দিলীপ দাস
কণ্ঠ: শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়
Imon Rager Gaan
কথা ও সুর: দিলীপ দাস
কণ্ঠ: শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়
[ইমন রাগের গান
গাইতে ভালো লাগে সন্ধ্যায়]-২
কড়িমার ছোঁয়ায় মন
বন্দি হতে চায় সে সুর কারায়
ইমন রাগের গান
গাইতে ভালো লাগে সন্ধ্যায়।
[ইমন এমন যেমন আনন্দ বেদনার মিলন]-২
[গানের সুরে যেন কান্না ঝুরে]-২
সে কান্না কাঁদতে চায় মন চায়
ইমন রাগের গান
গাইতে ভালো লাগে সন্ধ্যায়।
[ইমন দিনের অন্তিম আলাপন
কড়িমার ছোঁয়ায় দিন আবার নূতন]-২
[ইমন জানে তারে চেনে যারা বেদন মনে]-২
[রিক্ত প্রাণের আশ্রয় ইমনই]-২
সে মন ইমন সনে বার বার যায়
ইমন রাগের গান
গাইতে ভালো লাগে সন্ধ্যায়
কড়িমার ছোঁয়ায় মন
বন্দি হতে চায় সে সুর কারায়
ইমন রাগের গান
গাইতে ভালো লাগে সন্ধ্যায়।