এসো আলো এসো হে – লিরিক্স
Eso Aalo Eso He – Lyrics
এসো আলো এসো হে
Eso Aalo Eso He
ছায়াছবি: আবিষ্কার
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: মৃণাল বন্দ্যোপাধ্যায়
শিল্পী: আশা ভোঁসলে
Eso Aalo Eso He
ছায়াছবি: আবিষ্কার
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: মৃণাল বন্দ্যোপাধ্যায়
শিল্পী: আশা ভোঁসলে
আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ
এসো আলো এসো হে,
তোমায় সুস্বাগতম।।
তুমি যে সত্যম,তুমি শিবম
তুমি যে সুন্দরম ;
তোমায় সুস্বাগতম।
এসো আলো এসো হে
তোমায় সুস্বাগতম।
আমার এ অন্ধকারে,
ভাগ্যের বন্ধ দ্বারে।।
তুমি মঙ্গলময়,
তুমি শুভ্র শুভম।।
তোমায় সুস্বাগতম
এসো আলো এসো হে
তোমায় সুস্বাগতম।
সারে মা সারে মা পাগা রে
সারে সাগা পাগা রেগা সা
সারে মা সারে মা পাগা রে
সারে সাগা পাগা রেগা সা
নিরে নিপা নিপা
গাপা গা সারে নিরে।
আমার এ বঞ্চনাতে,
জীবনের যন্ত্রনাতে।।
তুমি শান্তির নিশান
তুমি পূণ্য জনম।।
তোমায় সুস্বাগতম
এসো আলো এসো হে
তোমায় সুস্বাগতম।
তুমি যে সত্যম তুমি শিবম
তুমি যে সুন্দরম
তোমায় সুস্বাগতম
সত্যম শিবম সুন্দরম।
আ আ আ আ আ আ