গৌরি এলো দেখে যা লো ভবের ভবানী -লিরিক্স | Gouri Elo Dekhe Ja Lo Vaber Vabani | Lyrics

গৌরি এলো দেখে যা লো ভবের ভবানী
Gouri Elo Dekhe Ja Lo Vaber Vabani
ব্যান্ড: দোঁহার(কালিকা প্রসাদ)
শিল্পী: অমিত,সুদীপ্ত,রাজীব,অনুপম রায়,উপল সেনগুপ্ত,লোপামুদ্রা মিত্র,
সহজ মা,উৎপল ফকির,অদিতি মুন্সি,তীর্থ,ঋষি
বলদে চড়িয়া শিবে শিঙায় দিলা হাঁক
শিঙ্গা শুনি মর্ত্যেতে বাজিয়া উঠল ঢাক
শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী।।
আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী।।
গৌরী এল,দেখে যা লো।।।।
ভবের ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এল,দেখে যা লো।।
ও দেখি সিংহের উপর উইঠা ছুঁড়ি।।
অসুরের টিক্কি ধরি
গলায় দিছে সাপ জড়াইয়া,
বুকে মারছে খোঁচা।।
কী দুগ্গী দেখলাম চাচা!
কী ঠাকুর দেখলাম চাচী!
কী দুগ্গী দেখলাম চাচা!
কী ঠাকুর দেখলাম চাচী!
গৌরী এল,দেখে যা লো।।
ভবের ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এল,দেখে যা লো।।
ওই যে এক তুম্বা বদন।।
দাঁত দুইডা তার মূলার মতন
কান দুইডা তার কুলার মতন
মাথা লেপা পোঁছা
কী ঠাকুর দেখলাম চাচা!
কী দুগ্গী দেখলাম চাচী!
কী ঠাকুর দেখলাম চাচা!
কী দুগ্গী দেখলাম চাচী!
গৌরী এল,দেখে যা লো।।
ভবের ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এল,দেখে যা লো।।
আছে ডাইনে বাঁয়ে দুইটা ছেমড়ি।।
পইড়া আছে ঢাহাই শাড়ি
ঘুরতে দেখছি বাড়ি বাড়ি
ঠমক দেহায় ভারি!
আবার ময়ূরের ‘পরে বইছেন যিনি
তেনার বড় চিক চিকানি
ময়ূরের ‘পরে বইছেন যিনি
তেনার বড় চিক চিকানি।
ধুতি পরছেন কোঁচা।
কী ঠাকুর দেখলাম চাচা !
কী দুগ্গী দেখলাম চাচী !
কী ঠাকুর দেখলাম চাচা !
কী দুগ্গী দেখলাম চাচী !
গৌরী এল,দেখে যা লো।।।।
ভবের ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এল,দেখে যা লো।।
সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে
অষ্টমীতে মা জননী ফুলে-ফলে-ধূপে।
বলো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে
অষ্টমীতে মা জননী ফুলে-ফলে-ধূপে।
নবমীতে মা জননী নিশি পোহাইলা
দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা
নবমীতে মা জননী নিশি পোহাইলা
দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা।
শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন।।
বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন।।
জয় জয় বিজয়া গমন।।।
(বলো দুর্গা মাঈকী জয়,বলো দুর্গামাঈকী জয়)

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *