জ্ঞানের আলো জ্বেলে দেখি মা
Ganer Alo Jele Dekhi Maa
কথা ও সুর: শিবাজী রায় শিল্পী: সুরেশ ওয়াদেকার
জ্ঞানের আলো জ্বেলে দেখি মা,
আঁধার হল আমার ভুবন।।
বিদ্যে আমার হল অসার
মিথ্যে হল আমার বিচার
ভক্তি ভরে দুই চোখ বুজে
পাই মা তোমার দুটি চরণ।
জ্ঞানের আলো জ্বেলে দেখি মা
আঁধার হল আমার ভুবন।
ঘটেপটে বাধি যদি,
মন্ত্র পড়ি নিরবধি।।
প্রাণের মাঝে পাইনা সাঁড়া।।
জড়াই শুধু মায়ার বাঁধন
জ্ঞানের আলো জ্বেলে দেখি মা
আঁধার হল আমার ভুবন।
ধরে বেঁধেই রাখি যদি,
ঘোরে যায় মনের গতি।।
মা নামের উড়িয়ে ধ্বজা।।
করি মনের মুক্তি সাধন
জ্ঞানের আলো জ্বেলে দেখি মা
আঁধার হল আমার ভুবন।
বিদ্যে আমার হল অসার
মিথ্যে হল আমার বিচার
ভক্তি ভরে দুই চোখ বুজে
পাই মা তোমার দুটি চরণ।
জ্ঞানের আলো জ্বেলে দেখি মা,
আঁধার হল আমার ভুবন।।