আমার মনের এই ময়ূর মহলে – লিরিক্স | Amar Moner Ei Mour Mahale | Lyrics

আমার মনের এই ময়ূর মহলে
দৌর এ খিজাঁ থা দিল কে চমন মেঁ
Daur E Khizan Tha Dil Ke Chaman Mein
दौर ए ख़िज़ाँ था दिल के चमन में
গীতিকার: গৌরিপ্রসন্ন মজুমদার
সুরকার: কিশোর কুমার
শিল্পী: কিশোর কুমার
আমার মনের এই
ময়ূর মহলে
এসো আজ প্রেমের
আতর ঢেলে দাও।
বেগম রাতে তার
গায়ে তারা ওড় না
দু’চোখে আজ নয়
ঝাড় বাতি জ্বেলে দাও
আমার মনে।
কালকে কোথায় রব,
সে কি কেউ জানে।।
বোঝে কি কখনো কেউ
জীবনের মানে;
ভেঙ্গে গেলে বাসর
ফুরালে আসর
দেবো না তো বাঁধা যদি
বাসি মালা ফেলে যাও।
আমার মনে।
সময়েরই ফুলদানি,
শুন্য তো থাকে না।।
যে ফুল শুকায়ে আজ
কাল কেউ রাখে না।
হার আর জেত
নিয়মই যে এতো
বাজি রেখে প্রণয়ের
পাশা তুমি খেলে যাও
আমার মনের এই
ময়ূর মহলে
এসো আজ প্রেমের
আতর ঢেলে দাও
আমার মনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *