চোখ যে মনের কথা বলে
Chokh Je Moner Kotha Bole
ছায়াছবি: যে আগুনে পুড়ি
কথা: কাজী আজিজ আহমেদ
সুর: খন্দকার নূরুল আলম
শিল্পী: খন্দকার নূরুল আলম
Chokh Je Moner Kotha Bole
ছায়াছবি: যে আগুনে পুড়ি
কথা: কাজী আজিজ আহমেদ
সুর: খন্দকার নূরুল আলম
শিল্পী: খন্দকার নূরুল আলম
আ আ আ আ আ আ আ আ
চোখ যে মনের কথা বলে।।
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই
চোখ যে মনের কথা বলে।।
ছোট্ট এ মন কখনো চোখে,
অনুরাগের পত্র লেখে।।
চিঠির সে ভাষা বুঝতে হলে
মনের মত মন থাকা চাই
চোখ যে মনের কথা বলে।।
তাই তো এ চোখ কখনও হাসে,
অশ্রু জলে কখনো ভাসে।।
ভাবের সে ভাষা বুঝতে হলে
ছবির মত ছবি আঁকা চাই
চোখ যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই
চোখ যে মনের কথা বলে।।
…………………………………………………………………………
Chokh je moner kotha bole
chokhe chokh rakha sudhu noy
chokher se vasha bujhte hole
chokher moto chokh thaka chai
Chokh je moner kotha bole।।
Chotto e mon kokhono chokhe,
onurager potro lekhe।।
cithir se vasha bujhte hole
moner moto mon thaka chai
Chokh je moner kotha bole।।
Tai to e chokh kokhono hashe,
oshru jole kokhono vashe।।
vaber se vasha bujhte hole
chobir moto chobi aka chai
Chokh je moner kotha bole
chokhe chokh rakha sudhu noy
chokher se vasha bujhte hole
chokher moto chokh thaka chai
Chokh je moner kotha bole।।