ঠেলায় না পরলে বিড়াল গাছে উঠে না | Thyalay Na Porle Biral Gachhe Uthe Na | Lyrics

ঠেলায় না পরলে বিড়াল গাছে উঠে না 
Thyalay Na Porle Biral Gachhe Uthe Na
কথা: গোবিন্দ প্রামাণিক
সুর: অসিত চক্রবর্তী
শিল্পী: পরীক্ষিত বালা
ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠে না।।
ঠ্যালার নাম বাবাজী শোনো শোনো গোঁসাই জী।।
মরার ভয় যতই কর যমে ছাড়বে না।
ওরে ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠেনা
ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠে না।
বাঘে ছুঁলে আঠারো ঘা
পুলিশ ছুঁলে তার ডবল
ওরে বাঘে ছুঁলে আঠারো ঘা
পুলিশ ছুঁলে তার ডবল।
ওরে ঠ্যালায় পড়ে কোর্টে গেলে
উকিল তো আর ছাড়ে না
ঠ্যালায় পড়ে কোর্টে গেলে
উকিল তো আর ছাড়ে না
ঠ্যালায় পড়ে কোর্টে গেলে
উকিল তো আর ছাড়ে না
ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠে না।।
আল্লাহ বলো হরি বলো
এমনি তো কেউ ডাকে না
আল্লাহ বলো হরি বলো
এমনি তো কেউ ডাকে না।
আবার সোজা আঙ্গুলে উঠিলে ঘি
আঙ্গুল তো কেউ বাঁকায় না
সোজা আঙ্গুলে উঠিলে ঘি
আঙ্গুল তো কেউ বাঁকায় না
সোজা আঙ্গুলে উঠিলে ঘি
আঙ্গুল তো কেউ বাঁকায় না।
ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠে না।।
লাঠির চোটে ভূত পালায়
চোরে কবুল করে
লাঠির চোটে ভূত পালায়
চোরে কবুল করে।
আবার গরমেতে গরম কাটে
নরম হলে চলেনা
গরমেতে গরম কাটে
নরম হলে চলে না
গরমেতে গরম কাটে
নরম হলে চলে না।
ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠে না।।
ঠ্যালার নাম বাবাজী শোনো শোনো গোঁসাই জী।।
মরার ভয় যতই কর যমে ছাড়বে না।
ওরে ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠে না
ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠে না।।।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *