গোধূলির সব রং কেন মুছে গেল Godhulir Sab Rang Keno Muchhe Gelo ছায়াছবি: বর কনে কথা: লক্ষ্মীকান্ত রায় সঙ্গীত: আশিস কুমার শিল্পী: কুমার শানু
গোধূলির সব রং কেন মুছে গেল,
আকাশের বুকে মেঘ কেন যে ঘনাল।।
যে ছিল আপনজন ভেঙ্গে দিয়ে এ মন।।
কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল।
গোধূলির সব রং কেন মুছে গেল,
আকাশের বুকে মেঘ কেন যে ঘনাল।
ভোরেরও ছোঁয়া লেগে যে কুঁড়ি ওঠে জেগে
ফুল হয়ে কেন সে ফোটে না।
পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জ্বেলে
আকাশেতে চাঁদ কেন ওঠেনা।
সাগরের বুকে যদি মিশে যায় সব নদী
মরুপথে কেন সে হারাল।
জীবনের যত আশা যত প্রেম ভালবাসা।।
কেন আজ কান্না হল।
গোধূলির সব রং কেন মুছে গেল
আকাশের বুকে মেঘ কেন যে ঘনাল।
কেন হায় মধু মাসে বৈশাখী ঝড় আসে
প্রদীপের আলো কেন নেভে ?
ভাঙ্গা হাল ছেড়া পাল নিয়ে আর কতকাল
জীবনের তরী পাড়ি দেবে।
যত সুর যত গান কেন হোল অবসান
সব খেলা কেন থেমে গেলো
বেলা না ফুরাতে হায়,দিন কেন চলে যায়।।
এ আঁধার কোথা হতে এল।
গোধূলির সব রং কেন মুছে গেল
আকাশের বুকে মেঘ কেন যে ঘনাল।
যে ছিল আপনজন ভেঙ্গে দিয়ে এ মন।।
কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল।
গোধূলির সব রং কেন মুছে গেল
আকাশের বুকে মেঘ কেন যে ঘনাল।