কফোটা চোখের জল ফেলেছ | Ka Phonta Chokher Jal Phelechho | Lyrics

কফোটা চোখের জল ফেলেছ
Ka Phonta Chokher Jal Phelechho
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: নচিকেতা ঘোষ
শিল্পী: মান্না দে

 

Film Title:  Chayanika – Manna Dey
Artist:  Manna Dey
Music Director: Nachiketa Ghosh
Lyricist:  Pulak Banerjee

 

কফোটা চোখের জল ফেলেছ

ক’ফোটা চোখের জল,
ফেলেছ যে তুমি ভালবাসবে।।
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কি করে এখানে তুমি আসবে।
ক’ফোটা চোখের জল,
ফেলেছ যে তুমি ভালবাসবে।
ক’টা রাত কাটিয়েছ জেগে,
স্বপ্নের মিথ্যে আবেগে (২)
কি এমন দুঃখকে সয়েছ
যে তুমি এত সহজেই হাসবে।
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কি করে এখানে তুমি আসবে।
ক’ফোটা চোখের জল,
ফেলেছ যে তুমি ভালবাসবে।
হাজার কাজের ভীড়ে,
সময় তো হয়নি তোমার;
শোননি তো কান পেতে,
অস্ফুট কোন কথা তার।।
আজ কেন হাহাকার কর,
সে কথাই ইতিহাস গড়ো।
কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি
সুখের সাগরে ভাসবে।
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কি করে এখানে তুমি আসবে।
ক’ফোটা চোখের জল,
ফেলেছ যে তুমি ভালবাসবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *