মন রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে
Mon rage onurage aj aro kache dake
ছায়াছবি: শুভদৃষ্টি
সঙ্গীত: জিৎ গাঙ্গুলী
শিল্পী: সোনু নিগম ও শ্রেয়া ঘোষাল
Mon rage onurage aj aro kache dake
ছায়াছবি: শুভদৃষ্টি
সঙ্গীত: জিৎ গাঙ্গুলী
শিল্পী: সোনু নিগম ও শ্রেয়া ঘোষাল
মন রাগে অনুরাগে
আজ আরো কাছে ডাকে
না যেও না
তুমি ছাড়া যে শূন্য লাগে।
প্রেম যদি কাছে ডাকে
মন দূরে কি গো থাকে
ভুল বোঝ না
তুমি ছাড়া কি ভাল লাগে
তুমি ছাড়া যে শূন্য লাগে।
আকাশ বোঝে পাখির ভালবাসা
দিনের শেষে তবু ফিরে আসা
ও ও রাতের পরে
সকাল কাছে এলে
আবার পাখি ডানা যে দেয় মেলে
ও রাত কাটে না ঘুম আসে না
চোখে স্বপ্ন তোমারই জাগে।
মন রাগে অনুরাগে
আজ আরো কাছে ডাকে
না যেও না
তুমি ছাড়া যে শূন্য লাগে
তুমি ছাড়া কি ভালো লাগে।
আ আ ও ও এ এ এ এ
ফাগুন জানে কোকিল কেন ডাকে
ভ্রমর কেন ফুলের কাছে থাকে
ও ও সাগর বোঝে নদী কেন চলে
স্রোতের সুরে সে কোন্ কথা বলে
নদী মোহনায় এসে ধরা দেয়
যদি সাগর কাছেতে ডাকে।
মন রাগে অনুরাগে ও ও
আজ আরো কাছে ডাকে ও ও
না যেও না
তুমি ছাড়া যে শূন্য লাগে।
প্রেম যদি কাছে ডাকে
মন দূরে কি গো থাকে
ভুল বোঝ না
তুমি ছাড়া কি ভাল লাগে
তুমি ছাড়া যে শূন্য লাগে
তুমি ছাড়া কি ভাল লাগে
তুমি ছাড়া যে শূন্য লাগে।