তোমারে পুষিলাম কত আদরে
Tomare Pushilam Koto Adore
কথা: শাহ আব্দুল করিম
শিল্পী: আশিক
তোমারে পুষিলাম কত আদরে
মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে।
তুমি আমার আমি তোমার,
এই আশা করে।।
তোমারে পুষিলাম কত আদরে।
মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে।
কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি,
কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি।।
আসা যাওয়া দিবা-রাতি ঘরে বাহিরে।।
তোমারে পুষিলাম কত আদরে।
মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে।
তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন,
দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন।।
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে
পাখি পিঞ্জিরা ছাড়িয়া একদিন
যাইবে উড়ে।
তোমারে পুষিলাম কত আদরে।
মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে।
আবদুল করিম বলে,
ময়না তোমারে বলি,
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি
কে শোনাবে মধুর বুলি বল আমারে।।
তোমারে পুষিলাম কত আদরে।
মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে।
তুমি আমার আমি তোমার,
এই আশা করে।।
তোমারে পুষিলাম কত আদরে।
মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে।