ফোঁটে যে রক্ত গোলাপ
Phote Je Rakta Golap
ছায়াছবি: লাল মহল
সঙ্গীত: অজয় দাস
শিল্পী: কিশোর কুমার
Phote Je Rakta Golap
ছায়াছবি: লাল মহল
সঙ্গীত: অজয় দাস
শিল্পী: কিশোর কুমার
হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ
ফোঁটে যে রক্ত গোলাপ
চিরদিনই তাই কাঁটাতেই সুখ
নেভাতে প্রদীপ আমার
আসে যে ঝড় ভেঙে যায় বুক।
ফোঁটে যে রক্ত গোলাপ
চিরদিনই তাই কাঁটাতেই সুখ।
কাঁচেরই মতই আমি
ভেঙে যাই আঘাতে।
পারে কেউ ভাঙা জীবন
জোড়া আর লাগাতে।
হিসেবে ক্ষতি ছাড়া
পাই কতটুক;
ভেঙ্গে যায় বুক।
ডাকেনা কেউতো আমায়
দুটো হাত বাড়িয়ে।
ধূ ধূ এই আঁধার আলোয়
আছি আমি হারিয়ে।
মুখোশের আড়ালেতে
ঢেকে রাখি মুখ
ভেঙ্গে যায় বুক।
ফোঁটে যে রক্ত গোলাপ
চিরদিনই তাই কাঁটাতেই সুখ
নেভাতে প্রদীপ আমার
আসে যে ঝড় ভেঙে যায় বুক।