ভুল বুঝে চলে যাও নীরবে আমায় কাঁদাও | Vul Bujhe Chole Jao Nirobe Amay Kandao

ভুল বুঝে চলে যাও নীরবে আমায় কাঁদাও
Vul Bujhe Chole Jao Nirobe Amay Kandao
কথা ও সুর: সাধক শেখ মোফাজ্জল হোসেন
কণ্ঠ: রুমা সরকার
ভুল বুঝে চলে যাও
নীরবে আমায় কাঁদাও
ভুলে যাও প্রেমের মাখামাখি সাথী
[ক্ষমা করে দিও আমায়
যদি বেঁচে না থাকি]-২
[ভুল বুঝে চলে যাও
নীরবে আমায় কাঁদাও]-২
ভুলে যাও প্রেমের মাখামাখি সাথী
[ক্ষমা করে দিও আমায়
যদি বেঁচে না থাকি]-২
[হৃৎ-পিঞ্জরে আমি
তোমারি নাম লিখেছি
ভালোবাসার বিনিময়ে
অঝোরে কেঁদেছি]-২
[মনেরও আঙিনা ছেড়ে
ঠেলে দিলে অনেক দূরে]-২
হতে কি পেরেছো মহাসুখী সাথী
[ক্ষমা করে দিও আমায়
যদি বেঁচে না থাকি]-২
[জানিনা এ জীবনে
কী ছিলো মোর অপরাধ?
ভুল বুঝে তুমি শুধু
দিয়ে গেলে অপবাদ]-২
[কান্নার সাগরে
ভাসাইলে আমারে]-২
বুঝলে না আমি কত দুঃখী সাথী
[ক্ষমা করে দিও আমায়
যদি বেঁচে না থাকি]-২
[হয়তো কোনোদিনও
তোমায় আর পাবো না
হৃদয়ের জমানো ব্যথা
বোঝানো যাবে না]-২
[থাকো তুমি থাকো সুখে
চিতার আগুন আমার বুকে]-২
মোফাজ্জলের জীবনে
সবি ফাঁকি সাথী
[ক্ষমা করে দিও আমায়
যদি বেঁচে না থাকি]-২
[ভুল বুঝে চলে যাও
নীরবে আমায় কাঁদাও]-২
ভুলে যাও প্রেমের মাখামাখি সাথী
[ক্ষমা করে দিও আমায়
যদি বেঁচে না থাকি]-৪
ভুল বুঝে চলে যাও নীরবে আমায় কাঁদাও | Vul Bujhe Chole Jao Nirobe Amay Kandao

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *