Kacha Harite Rakhite Narili Premo Jol
Lyric & Tune :– ক্ষ্যাপা মনোহর গোঁসাই
Tanmay Kar & Friends (তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস)
রাখিতে নারিলি প্রেমজল গো
রাখিতে নারিলি প্রেমজল।
ও কাঁচা হাঁড়িতে লো, হাঁড়িতে লো
হাঁড়িতে লো, হাঁড়িতে,
রাখিতে নারিলি প্রেমজল গো
রাখিতে নারিলি প্রেমজল।।
আর কাঁচা হাঁড়ি জলে দিলে
তখনি যাইবে গলে,
আর কাঁচা হাঁড়ি জলে দিলে
তখনি যাইবে গলে।
আর অবশেষে দুইজনাতে
অবশেষে দুইজনাতে লাগবে গণ্ডগোল,
ও গণ্ডগোল, গণ্ডগোল ..
রাখিতে নারিলি প্রেমজল গো
রাখিতে নারিলি প্রেমজল।
ও কাঁচা হাঁড়িতে লো, হাঁড়িতে লো
হাঁড়িতে লো, হাঁড়িতে,
রাখিতে নারিলি প্রেমজল গো
রাখিতে নারিলি প্রেমজল।।
আর করবি যদি পাকা হাঁড়ি
চলে যাবি গুরুর বাড়ি,
গুরুর বাড়ি, গুরুর বাড়ি,
আর প্রেম-আগুনে সিদ্ধ হবি
প্রেম-আগুনে সিদ্ধ হবি
ও রূপে করবে টলমল,
ও টলমল, ও টলমল ..
রাখিতে নারিলি প্রেমজল গো
রাখিতে নারিলি প্রেমজল।
ও কাঁচা হাঁড়িতে লো, হাঁড়িতে লো
হাঁড়িতে লো, হাঁড়িতে,
রাখিতে নারিলি প্রেমজল গো
আরে রাখিতে নারিলি প্রেমজল।।
আর সদানন্দ ভেবে আউল ..
এ কথা যেই বুঝেছে সেই তো বাউল,
আর সদানন্দ ভেবে আউল ..
এ কথা যেই বুঝেছে সেই তো বাউল,
আবার ধান কুটিলে হয়রে চাউল
আবার ধান কুটিলে হয়রে চাউল
আর তুষ কুটিলে কি বা ফল,
কি বা ফল..
রাখিতে নারিলি প্রেমজল গো
রাখিতে নারিলি প্রেমজল।
ও কাঁচা হাঁড়িতে লো, হাঁড়িতে লো
হাঁড়িতে লো, হাঁড়িতে,
রাখিতে নারিলি প্রেমজল গো
আরে রাখিতে নারিলি প্রেমজল।।