মধুরাষ্টকম্ Lyrics
Madhurashtakam Lyrics
মধুরাষ্টকম্
অধরং মধুরং বদনং মধুরং নযনং মধুরং হসিতং মধুরম্ .
হৃদযং মধুরং গমনং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্ .. ১..
বচনং মধুরং চরিতং মধুরং বসনং মধুরং বলিতং মধুরম্ .
চলিতং মধুরং ভ্রমিতং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্ .. ২..
বেণুর্মধুরো রেণুর্মধুরঃ পাণির্মধুরঃ পাদৌ মধুরৌ .
নৃত্যং মধুরং সখ্যং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্ .. ৩..
গীতং মধুরং পীতং মধুরং ভুক্তং মধুরং সুপ্তং মধুরম্ .
রূপং মধুরং তিলকং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্ .. ৪..
করণং মধুরং তরণং মধুরং হরণং মধুরং রমণং মধুরম্ .
বমিতং মধুরং শমিতং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্ .. ৫..
গুঞ্জা মধুরা বালা মধুরা যমুনা মধুরা বীচী মধুরা .
সলিলং মধুরং কমলং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্ .. ৬..
গোপী মধুরা লীলা মধুরা যুক্তং মধুরং মুক্তং মধুরম্ .
দৃষ্টং মধুরং শিষ্টং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্ .. ৭..
গোপা মধুরা গাবো মধুরা যষ্টির্মধুরা সৃষ্টির্মধুরা .
দলিতং মধুরং ফলিতং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্ .. ৮..
.. ইতি শ্রীমদ্বল্লভাচার্যবিরচিতং মধুরাষ্টকং সম্পূর্ণং ..
মধুরাষ্টকম্ – বাংলা অনুবাদ
১
কৃষ্ণের অধর মধুর, মুখ মধুর, নয়ন মধুর, হাসি মধুর।
হৃদয় মধুর, চলন মধুর—
মধুরের অধিপতি, তাঁর সবই মধুর।
২
তাঁর বচন মধুর, চরিত্র মধুর, বসন মধুর, দেহের গঠন মধুর।
চলন মধুর, ভ্রমণ মধুর—
মধুরের অধিপতি, তাঁর সবই মধুর।
৩
তাঁর বাঁশি মধুর, পায়ের ধূলি মধুর, হাত মধুর, পদযুগল মধুর।
নৃত্য মধুর, সখ্য মধুর—
মধুরের অধিপতি, তাঁর সবই মধুর।
৪
তাঁর গান মধুর, পান মধুর, ভোজন মধুর, নিদ্রা মধুর।
রূপ মধুর, তিলক মধুর—
মধুরের অধিপতি, তাঁর সবই মধুর।
৫
তাঁর কার্য মধুর, তরণ মধুর, হরণ মধুর, ক্রীড়া মধুর।
মৃদু উচ্চারণ মধুর, শান্ত আচরণ মধুর—
মধুরের অধিপতি, তাঁর সবই মধুর।
৬
তাঁর গুঞ্জা মালা মধুর, বাল্যরূপ মধুর, যমুনা মধুর, তার তরঙ্গ মধুর।
জল মধুর, পদ্ম মধুর—
মধুরের অধিপতি, তাঁর সবই মধুর।
৭
তাঁর গোপীগণ মধুর, লীলা মধুর, মিলন মধুর, বিরহ মধুর।
দৃষ্টি মধুর, উপদেশ মধুর—
মধুরের অধিপতি, তাঁর সবই মধুর।
৮
তাঁর গোপগণ মধুর, গাভীগণ মধুর, লাঠি মধুর, সৃষ্টিলীলা মধুর।
দমন মধুর, ফলপ্রদান মধুর—
মধুরের অধিপতি, তাঁর সবই মধুর।
সমাপ্তি:
এভাবেই শ্রীমদ্ বল্লভাচার্য প্রণীত “মধুরাষ্টকম্” সমাপ্ত—
যেখানে শ্রীকৃষ্ণের প্রতিটি অঙ্গ, গুণ, লীলা ও সঙ্গের মধ্যে অসীম মধুরতা প্রকাশ পেয়েছে।