মধুরাষ্টকম্ Lyrics | Madhurashtakam Lyrics

মধুরাষ্টকম্ Lyrics

Madhurashtakam Lyrics

মধুরাষ্টকম্

অধরং মধুরং বদনং মধুরং নযনং মধুরং হসিতং মধুরম্ .
হৃদযং মধুরং গমনং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্ .. ১..

বচনং মধুরং চরিতং মধুরং বসনং মধুরং বলিতং মধুরম্ .
চলিতং মধুরং ভ্রমিতং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্ .. ২..

বেণুর্মধুরো রেণুর্মধুরঃ পাণির্মধুরঃ পাদৌ মধুরৌ .
নৃত্যং মধুরং সখ্যং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্ .. ৩..

গীতং মধুরং পীতং মধুরং ভুক্তং মধুরং সুপ্তং মধুরম্ .
রূপং মধুরং তিলকং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্ .. ৪..

করণং মধুরং তরণং মধুরং হরণং মধুরং রমণং মধুরম্ .
বমিতং মধুরং শমিতং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্ .. ৫..

গুঞ্জা মধুরা বালা মধুরা যমুনা মধুরা বীচী মধুরা .
সলিলং মধুরং কমলং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্ .. ৬..

গোপী মধুরা লীলা মধুরা যুক্তং মধুরং মুক্তং মধুরম্ .
দৃষ্টং মধুরং শিষ্টং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্ .. ৭..

গোপা মধুরা গাবো মধুরা যষ্টির্মধুরা সৃষ্টির্মধুরা .
দলিতং মধুরং ফলিতং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম্ .. ৮..

.. ইতি শ্রীমদ্বল্লভাচার্যবিরচিতং মধুরাষ্টকং সম্পূর্ণং ..

মধুরাষ্টকম্ – বাংলা অনুবাদ


কৃষ্ণের অধর মধুর, মুখ মধুর, নয়ন মধুর, হাসি মধুর।
হৃদয় মধুর, চলন মধুর—
মধুরের অধিপতি, তাঁর সবই মধুর।


তাঁর বচন মধুর, চরিত্র মধুর, বসন মধুর, দেহের গঠন মধুর।
চলন মধুর, ভ্রমণ মধুর—
মধুরের অধিপতি, তাঁর সবই মধুর।


তাঁর বাঁশি মধুর, পায়ের ধূলি মধুর, হাত মধুর, পদযুগল মধুর।
নৃত্য মধুর, সখ্য মধুর—
মধুরের অধিপতি, তাঁর সবই মধুর।


তাঁর গান মধুর, পান মধুর, ভোজন মধুর, নিদ্রা মধুর।
রূপ মধুর, তিলক মধুর—
মধুরের অধিপতি, তাঁর সবই মধুর।


তাঁর কার্য মধুর, তরণ মধুর, হরণ মধুর, ক্রীড়া মধুর।
মৃদু উচ্চারণ মধুর, শান্ত আচরণ মধুর—
মধুরের অধিপতি, তাঁর সবই মধুর।


তাঁর গুঞ্জা মালা মধুর, বাল্যরূপ মধুর, যমুনা মধুর, তার তরঙ্গ মধুর।
জল মধুর, পদ্ম মধুর—
মধুরের অধিপতি, তাঁর সবই মধুর।


তাঁর গোপীগণ মধুর, লীলা মধুর, মিলন মধুর, বিরহ মধুর।
দৃষ্টি মধুর, উপদেশ মধুর—
মধুরের অধিপতি, তাঁর সবই মধুর।


তাঁর গোপগণ মধুর, গাভীগণ মধুর, লাঠি মধুর, সৃষ্টিলীলা মধুর।
দমন মধুর, ফলপ্রদান মধুর—
মধুরের অধিপতি, তাঁর সবই মধুর।

সমাপ্তি:
এভাবেই শ্রীমদ্‌ বল্লভাচার্য প্রণীত “মধুরাষ্টকম্” সমাপ্ত—
যেখানে শ্রীকৃষ্ণের প্রতিটি অঙ্গ, গুণ, লীলা ও সঙ্গের মধ্যে অসীম মধুরতা প্রকাশ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *