গণতন্ত্র Lyrics | Ganatantra Lyrics | নচিকেতা ও আদির গান
❝গণতন্ত্র❞ নচিকেতা & আদির নতুন গান ২০২৪
গণতন্ত্র Lyrics
শপথ নেওয়ার নেই স্পর্ধা শপথের অভিমান
নিলামে উঠেছে মেরুদন্ড; সুষুম্না-সম্মান
শিক্ষার বুকে জ্বলছে আগুন; ভয়ানক দাবানল
নষ্টনীড়ে ফেরে না সে পাখি খেতে রাজি বিষফল
আমি এমন সমাজ চাই না; যেখানে স্বপ্ন সত্যি হয় না
সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পায় না।।
বন্ধু, তোমার রক্তে মিশেছে প্রতিশ্রুতির ক্লান্তি
মুক্তির রং খুঁজতে হয়েছে অনেক ভুল-ভ্রান্তি
সততার চোখে আঁকছে ছবি ডাকাতের তলোয়ার
রাজপথে শুধু রাজাই হাঁটে হাততালি জনতার।।
ফুটপাতে থাকা ছেলেটাই আজ রাতারাতি কোটিপতি
যদি না হাতে পতাকা তুলেছো কপালেতে দূর্গতি
মানুষ হয়ে বাঁচা ভুলে গিয়ে গিরগিটি হয়ে যাও
অত্যাচারীর হাত থেকে যদি একটু রক্ষা পাও।।
Ganatantra Lyrics
📌
Song:- Ganatantra
Singer: Nachiketa Chakraborty & Pratyaya Satpati (Aadi)
Original Idea: Provat Satpati
Lyrics:- Tanmoy Sardar
Tune: Nobarun Das Gupta
Video Link: https://youtu.be/nUD_Wn75158?si=gz61UZt_4ZfXq_Pd
গান: গণতন্ত্র
শিল্পী: নচিকেতা চক্রবর্তী ও প্রত্যয় সৎপতি (আদি)
মূল আইডিয়া: প্রভাত সৎপতি
গীতিকার: তন্ময় সরদার
সুরকার: নবারুণ দাস গুপ্ত
ভিডিও লিঙ্ক: https://youtu.be/nUD_Wn75158?si=gz61UZt_4ZfXq_Pd