আকাশ পথে প্রেম করেছি Lyrics
Akash Pathe Prem Korechhi Lyrics
আকাশ পথে প্রেম করেছি
Akash Pathe Prem Korechhi
ছায়াছবি: দুই অধ্যায়
কথা: হীরেন বসু
সঙ্গীত: সৌমিত্র ব্যানার্জী
শিল্পী: কিশোর কুমার
আকাশ পথে প্রেম করেছি Lyrics
[আকাশ পথে প্রেম করেছি,হে বিশ্বনাথ
যা কিছু আমার আছে,
তোমায় সঁপলাম আজ,বিশ্বনাথ
তোমায় সঁপলাম আজ]-২
[মন্দিরে জন্ম আমার]-২
বিশ্বনাথ তোমার মন্দিরে প্রণাম
তোমার মন্দিরে প্রণাম
আকাশ পথে প্রেম করেছি।
তোমার চরণে আমার এই অঞ্জলি
নাও করুণাময় নাও করুণাময়
বদ্ধঘরের রুদ্র ছায়ায়
দাও আশির্বাদ,প্রভু দাও আশির্বাদ।
আকাশ পথে প্রেম করেছি,হে বিশ্বনাথ
যা কিছু আমার আছে
তোমায় সঁপলাম আজ,বিশ্বনাথ
[তোমায় সঁপলাম আজ]-৫