হরি হরি কবে মোর হইবে সুদিন Lyrics | Hori Hori Kobe Mor Hobe Sudin Lyrics
হরি হরি কবে মোর হইবে সুদিন
Hori Hori Kobe Mor Hobe Sudin
পদাবলী কীর্তন
সাধক-দেহোচিত লালসা
পদকর্তা: নরোত্তম দাস ঠাকুর
কণ্ঠ: বিশ্বজিৎ দাস ব্রহ্মচারী
Hori Hori Kobe Mor Hobe Sudin Lyrics
[হরি হরি কবে মোর হইবে সুদিন]-৩
[ভজিব শ্রীরাধাকৃষ্ণ হৈঞা প্রেমাধীন]-২
[হরি হরি কবে মোর হইবে সুদিন]-২
[সুযন্ত্রে মিশায়া গাব সমুধুর তান
আনন্দে করিব দুঁহার রূপ-গুণ-গান]-২
[হরি হরি কবে মোর হইবে সুদিন]-২
[‘রাধিকা-গোবিন্দ’ বলি কান্দিব উচ্চৈঃস্বরে
ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে]-২
[এইবার করুণা করো রূপ-সনাতন]-২
রঘুনাথদাস মোর,শ্রীজীব-জীবন
[হরি হরি কবে মোর হইবে সুদিন]-২
[এইবার করুণা করো ললিতা-বিশাখা
সখ্যভাবে শ্রীদাম-সুবল-আদি সখা]-২
[সবে মিলি’ করো দয়া]-২
পুরুক মোর আশ
[প্রার্থনা করয়ে সদা নরোত্তমদাস]-২
[হরি হরি কবে মোর হইবে সুদিন]-২
[ভজিব শ্রীরাধাকৃষ্ণ হৈঞা প্রেমাধীন]-২
[হরি হরি কবে মোর হইবে সুদিন]-৩