বোম্বে কাঁপিয়ে Lyrics | Bombe Kapiye Lyrics
বোম্বে কাঁপিয়ে
Bombe Kapiye
ছায়াছবি: সঙ্গী
গীতিকার: গৌতম সুস্মিত
সুরকার: এস.পি ভেঙ্কটেশ
শিল্পী: বাবুল সুপ্রিয়
বোম্বে কাঁপিয়ে Lyrics
এ এ এ এ এ এ এ এ এ
লা লা লা লা লা এ এ এ এ
লা লা লা লা
এ বোম্বে কাঁপিয়ে,
সারা ভারত নাচিয়ে,
এ বোম্বে কাঁপিয়ে,
ভারত নাচিয়ে
এসেছি আমার বাংলাতে
আরে কহনা প্যার হে
গানেতেই পরিচয়,
হয়েছে তবু বলা যায়
মনটা আমার বাঙালি।।
আরে বোম্বে কাঁপিয়ে,
আরে ভারত নাচিয়ে,
ওগো বোম্বে কাঁপিয়ে,
ভারত নাচিয়ে
এসেছি আমার বাংলাতে।
দুপুর বেলায় খাওয়ার পরে,
ঘুমোতে ইচ্ছে করে,
আড্ডাহীন বোম্বেতে,
প্রানটা হাঁপিয়ে মরে।।
বাইরে যতই হিন্দী বলি,
বাড়ি ফিরে ঠিক বুঝতে পারি
মনটা আমার বাঙালি।।
ওরে বোম্বে কাঁপিয়ে,
ভারত নাচিয়ে,
এই বোম্বে কাঁপিয়ে,
ভারত নাচিয়ে
এসেছি আমার বাংলাতে।
উত্তম কুমার,কিশোর কুমার,
ছিল বাঙালি সাচ্চা;
বুদ্ধিতে বাঙালি
সারে যঁহা সে অচ্ছা
উত্তম কুমার,
গুরু কিশোর কুমার,
বস্ ছিল বাঙালি সাচ্চা
আরে বুদ্ধিতে বাঙালি,
সারে যঁহা সে অচ্ছা
আমেরিকা,রাশিয়া
ঘুরে এসে সার বুঝেছি
মনটা আমার বাঙালি।।
ওরে বোম্বে কাঁপিয়ে
আর ভারত নাচিয়ে,
এই বোম্বে কাঁপিয়ে
ভারত নাচিয়ে,
এসেছি আমার বাংলাতে
আরে কহনা প্যার হে,
গানেতেই পরিচয়,
হয়েছে তবু বলা যায়
মনটা আমার বাঙালি।।
বলো মনটা আমার বাঙালি
আমরা সবাই বাঙালি
মনটা আমার বাঙালি
আমরা সবাই বাঙালি
