Ke Dekher Kotha Ke Dekchi Lyrics | কি দেখার কথা কি দেখছি by Hyder Husyn

Ke Dekher Kotha Ke Dekchi Lyrics
কি দেখার কথা কি দেখছি
Artist: Hyder Husyn
Album: Faisa Gechi
Released: 2007

Ke Dekher Kotha Ke Dekchi Lyrics

কী দেখার কথা, কী দেখছি
কী শোনার কথা, কী শুনছি
কী ভাবার কথা, কী ভাবছি
কী বলার কথা, কী বলছি
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
কী দেখার কথা, কী দেখছি
কী শোনার কথা, কী শুনছি
কী ভাবার কথা, কী ভাবছি
কী বলার কথা, কী বলছি
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
স্বাধীনতা কি বৈশাখী মেলা, পান্তা-ইলিশ খাওয়া?
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া?
স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা-seminar?
স্বাধীনতা কি শহিদবেদিতে পুষ্পের সমাহার?
স্বাধীনতা কি গল্প, নাটক, উপন্যাস আর কবিতায়?
স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতায়?
কী দেখার কথা, কী দেখছি
কী শোনার কথা, কী শুনছি
কী ভাবার কথা, কী ভাবছি
কী বলার কথা, কী বলছি
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?
স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?
স্বাধীনতা কি হোটেলে হোটেলে grand fashion show?
স্বাধীনতা কি দুঃখিনী নারীর জরাজীর্ণ বস্ত্র?
স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা?
স্বাধীনতা কি অন্নের খোঁজে কিশোরী প্রমোদ-বালা?
কী দেখার কথা, কী দেখছি
কী শোনার কথা, কী শুনছি
কী ভাবার কথা, কী ভাবছি
কী বলার কথা, কী বলছি
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদণ্ড?
স্বাধীনতা কি পানির tank-এ গলিত লাশের গন্ধ?
স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ?
স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুকযুদ্ধ?
স্বাধীনতা কি সন্ত্রাসী, হাতে মারণাস্ত্রের গর্জন?
স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন?
কী দেখার কথা, কী দেখছি
কী শোনার কথা, কী শুনছি
কী ভাবার কথা, কী ভাবছি
কী বলার কথা, কী বলছি
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
আজ নেই বর্গি, নেই ইংরেজ, নেই পাকিস্তানি হানাদার
আজও তবু কেন আমার মনে শূন্যতা আর হাহাকার?
আজও তবু কি লাখো শহিদের রক্ত যাবে বৃথা?
আজ তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা?
কী দেখার কথা, কী দেখছি
কী শোনার কথা, কী শুনছি
কী ভাবার কথা, কী ভাবছি
কী বলার কথা, কী বলছি
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
কী দেখার কথা, কী দেখছি
কী শোনার কথা, কী শুনছি
কী ভাবার কথা, কী ভাবছি
কী বলার কথা, কী বলছি
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি

কি দেখার কথা কি দে

খছি

কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।
স্বাধীনতা কি বৈশাখী মেলা, পান্তা ইলিশ খাওয়া?
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া?
স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার?
স্বাধীনতা কি শহীদ বেড়িতে পুষ্পের সমাহার?
স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতা?
স্বাধীনতা কি আজ বন্দী আনুষ্ঠানিকতা?
স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?
স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর- নারী?
স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো?
স্বাধীনতা কি দুখিনী নারীর জড়-জীর্ণ বস্ত্র?
স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা?
স্বাধীনতা কি অন্যের খোঁজে কিশোরী প্রমোদবালা?
স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদন্ড?
স্বাধীনতা কি পানির ট্যাঙ্কে গলিত লাশের গন্ধ?
স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ?
স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ?
স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারণাস্ত্রের গর্জন?
স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন?
আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্তানী হানাদার,
আজো তবু কেন আমার মনে শূণ্যতা আর হাহাকার?
আজো তবু কি লাখো শহীদের রক্ত যাবে বৃথা?
আজো তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা?
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *