Nobi Na Chinle Lyrics by Lalon | নবি না চিনলে

Lalon
Nobi Na Chinle Lyrics by Lalon
নবি না চিনলে
লালন

Nobi Na Chinle Lyrics by Lalon

নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়।
চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়।।
যে নবি পারের কান্ডার
জিন্দা সে চারযুগের উপর।
হায়াতুল মুরসালিন নাম তার সেই জন্য কয়।।
কোন নবি হইলো ওফাত
কোন নবি বান্দার হায়াত।
লেহাজ করে জানলে নেহাত যাবে সংশয়।।
যে নবী সঙ্গে তোর
চিনে মন তার দাওন ধর।
লালন বলে পারের কারো সাধ যদি হয়।
লালন কয় নিজ মোকাম ঢোঁড়
বহু দূরে নাই।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *