হে মহানায়ক
Hey Mahanayak
গীতিকার: লক্ষ্মীকান্ত রায়
সুরকার: কানু ভট্টাচার্য
কণ্ঠ: কুমার শানু
[হে মহানায়ক তুমি যে রয়েছো
আমাদেরই অন্তরে]-২
[(ও)আতরে যেমন ফুলেরই গন্ধ]-২
রয়ে যায় চিরতরে
আমাদেরই অন্তরে
ও হে মহানায়ক তুমি যে রয়েছো
আমাদেরই অন্তরে।
তুমি চির উত্তম,তুমি যে অনুপম
কিংবদন্তি তাই যে তুমি,
কৃতী সন্তানকে জন্ম দিয়ে যে
ধন্য হয়েছে বঙ্গভূমি।
[তুলনা তোমার যখনই খুঁজি]-২
তোমাকে শুধুই মনে পড়ে
আমাদেরই অন্তরে
হো হো হে মহানায়ক তুমি যে রয়েছো
আমাদেরই অন্তরে।
[(হো)আতরে যেমন ফুলেরই গন্ধ]-২
রয়ে যায় চিরতরে
আমাদেরই অন্তরে
হে মহানায়ক তুমি যে রয়েছো
আমাদেরই অন্তরে।
যুগ যুগ ধরে আসবে যে ফিরে
চিরবিদায়ে এই যে তিথি
উজ্জ্বল হয়ে থাকবে জানি হায়
সবারই মনে যে তোমারই স্মৃতি
[দিয়ে প্রাণ মন করি যে স্মরণ]-২
এ দুটি নয়ন জলে ভরে
আমাদেরই অন্তরে
আ হে মহানায়ক তুমি যে রয়েছো
আমাদেরই অন্তরে
[(হো)আতরে যেমন ফুলেরই গন্ধ]-২
রয়ে যায় চিরতরে
আমাদেরই অন্তরে
ও ও হে মহানায়ক তুমি যে রয়েছো
আমাদেরই অন্তরে
হায় আমাদেরই অন্তরে
আমাদেরই অন্তরে।