হীরা লাল মতির দোকানে গেলে না
Hira Lal Motir Dokane Gele Na
ফকির লালন সাঁই
হীরা লাল মতির দোকানে গেলে না ।
সদাই চিনলি রে পিতল দানা ।।
মহামায়ায় পড়ে রে মন
হারালি অমূল্য ধন
হারলে বাজি কাঁদলে রে মন
আর সারবে না ।।
পিছের কথা আগে ভাবা
উচিত বটে তাই জানিবে
গত কাজের বিধি কিরে
মন রসনা ।।