হিন্দু রাষ্ট্র চাই বা মুসলিম রাষ্ট্র চাই | Hindu Rashtro Chai Ba Muslim Rashtro Chai

হিন্দু রাষ্ট্র চাই বা মুসলিম রাষ্ট্র চাই
Hindu Rashtro Chai Ba Muslim Rashtro Chai
কথা,সুর ও শিল্পী: অর্জুন বিশ্বাস
হিন্দু রাষ্ট্র চাই,হিন্দু রাষ্ট্র চাই,হিন্দু রাষ্ট্র চাই
[হিন্দু রাষ্ট্র চাই বা মুসলিম রাষ্ট্র চাই,
এইসব স্লোগানে আমার
কোনো আগ্রহ নাই]-২
আমি সব মানুষের জন্যেই
মানবিক পৃথিবী চাই,
যেথায় মানবতা হবে আসল ধর্ম
মানুষ হবে ভাই ভাই।
[সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই]-২
[মানুষ এসেছে পৃথিবীতে আগে
আসেনি তো আগে ধর্ম
আসুন খুঁজি বিদ্রোহী কবির
এ বাণীর মূল মর্ম]-২
ধর্ম নিয়ে জন্মগ্রহণ
করেনি কেউ ভবে,
ধর্ম নিয়ে কেন বাড়াবাড়ি
কেন হানাহানি তবে?
মানুষ যদি না-ই থাকে
ধর্মটা বৃথাই,
[সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই]-২
[এক বাগানের মধ্যে ফোঁটে
নানান রঙের ফুল,
জুই,চামেলি,গোলাপ,
গাঁদা,শেফালি,বকুল।]-২
নানান ফুলের,নানান রঙের,
নানান রূপ ও গন্ধ,
প্রকৃতির মাঝে ছড়িয়ে দেয়
অনাবিল আনন্দ।
এক আকাশে রঙধনুর
সাতরং দেখতে পাই,
[সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই]-২
[সৃষ্টিকর্তা কখনোই তো সাম্প্রদায়িক নয়,
তার সৃষ্টি জীব ও জগৎ বৈচিত্র্যময়]-২
তার ইশারায় সব যদি হয়
এটাই যদি মানো,
মানুষের মাঝে বিভাজন
কেন বিভেদের রেখা টানো?
তিনি আল্লাহ,তিনিই তো গড
তিনি জগত সাঁই,
[সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই]-২
হিন্দু রাষ্ট্র চাই বা মুসলিম রাষ্ট্র চাই,
এইসব স্লোগানে আমার
কোনো আগ্রহ নাই।
আমি সব মানুষের জন্যেই
মানবিক পৃথিবী চাই,
যেথায় মানবতা হবে আসল ধর্ম
মানুষ হবে ভাই ভাই।
[সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই]-৪

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *