শিরোনামঃ হারিয়ে যেতে যেতে
Hariye Jete Jete
শিল্পীঃ আরতি মুখোপাধ্যায়
অ্যালবামঃ কখনো মেঘ
হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে
ছাড়িয়ে গেছি সেই পথ,
কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা
ভুলেছি ভবিষ্যত।।
হৃদয় কার যেন সন্ধানে
খুজেছি দুটি চোঁখে সবখানে,
সে চোঁখে যত আলো যত আশা ভালোবাসা
খুলবে এ বন্ধ মনের জগত।
কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা
ভুলেছি ভবিষ্যত ।।
অন্ধকারে তাকে যায় চেনা
শূন্য হাতে সে আসবে না,
ভাবি এ চলা কবে শেষ হবে
আলোয় ফেরা সে উৎসবে,
জীবনে যত কিছু দূর থেকে দেখে দেখে
পাইনি তো মূল্য দেবার মূলরত।
কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা
ভুলেছি ভবিষ্যত,
হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে
ছাড়িয়ে গেছি সেই পথ,
কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা
ভুলেছি ভবিষ্যত ।।