হায় কেমনে হল ভুলেই
Hai Kemone Holo Bhulei
Ye Kaisi Huyi Mushkil
গীতিকার: রবীন্দ্র জৈন
সুরকার: রবীন্দ্র জৈন
সঙ্গীত: রবীন্দ্র জৈন
[হায় কেমনে হল ভুলেই
খুন হল যে খুনী নিজেই]-২
বশীভূত হল এমন
আ আ আ আ
বশীভূত হল এমন
আর মন থাকেনা ঘরে
[ও রাব্বা কী করি]-২
হায় কেমন হল ভুলেই
খুন হল যে খুনী নিজেই
বশীভূত হল এ মন
আর মন থাকেনা ঘরে
ও রাব্বা কী করি?
হায় ও রাব্বা কী করি?
সারে গা সারে গা সারে গা
সারে গা সারে গা পা
রেগা পা রেগা পা রেগা পা
রেগা পা রেগা পা ধা
কী করিতে চাই কী করে বশী
এ কী সুরে বাজে মরণেরও বাঁশি!
আ আ আ আ আ আ আ
তোমাকে বিনাশে সাধ করি হরি
তোমাকেই আমি আজ ভালোবাসি
[হায় আমার এই জীবনে রয়ে গেল]-২
মনেরও সাধ মনেতেই
[ও রাব্বা কী করি]-২
তুমি আজ এ কী সুর বাজায়ে
এ দেহ করি নে’ মনোরমা
আ আ আ আ আ আ আ
মন জুড়ে মোর শুধু তুমি গো
হলাম আমি তব প্রিয়তমা
[কোথায় কী যাই কখন কী চাই]-২
সব শুধু যাই যে ভুলে
[ও রাব্বা কী করি]-২
হায় কেমনে হল ভুলেই
খুন হল যে খুনী নিজেই
বশীভূত হল এমন
আর মন থাকেনা ঘরে
[ও রাব্বা কী করি]-২