হায়রে কালা একি জ্বালা | Hay Re Kaala Eki Jwala | Key Lyrics

হায়রে কালা একি জ্বালা
Hay Re Kaala Eki Jwala
ছায়াছবি-একান্ত আপন
কথা,সুর-স্বপন চক্রবর্তী
সঙ্গীত-আর ডি বর্মণ
শিল্পী-আশা ভোঁসলে
[হায়রে কালা একি জ্বালা,
বাঁশি শুনে ঘরে রইতে পারিনা]-৩
[বাঁশি শুনে ঘরে রইতে পারিনা]-২
আরে রইতে পারিনা রে কালা
হায়রে কালা একি জ্বালা
বাঁশি শুনে ঘরে রইতে পারিনা।
[কোন বাঁশেতে হয়রে বাঁশি
জানতে যদি পাই]-২
ঝাড়ে মূলে উপাড়িয়া নদীতে ভাসাই
[জানিনা কালা ছলাকলা(আরে)]-২
এই জ্বালা আর সইতে পারিনা।
[এমন পোড়া কপাল আমার
বোঝাই কেমনে]-২
আর কি কোনো নারী নেই এই ভুবনে
[নিঠুর কালা আমি অবলা]-২
মনের ব্যথা হায় কইতে পারিনা
হায়রে কালা একি জ্বালা
[বাঁশি শুনে ঘরে রইতে পারিনা]-৩
আরে রইতে পারিনা রে কালা
হায়রে কালা একি জ্বালা
বাঁশি শুনে ঘরে রইতে পারিনা।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *