হায়রে আমি কতখানি ভালোবাসি তোমায়
Hay Re Ami Katokhani Valobasi Tomay
ছায়াছবি: কেঁচো খুঁড়তে কেউটে (১৯৯৩)
কথা: লক্ষ্মীকান্ত রায়
সুর: অনুপম দত্ত
কণ্ঠ: কুমার সানু
[হায়রে আমি কতখানি
ভালোবাসি তোমায়
বুঝবে সেদিন যেদিন তুমি
বাসবে ভালো আমায়]-২
[ও সাক্ষী থাকুক এই পৃথিবী
আর আকাশের চাঁদ(হ্যাঁ)]-২
[আলোর প্রদীপ জ্বলবে যেন
কেটে যাবে আঁধার
ভেঙে যাবে সকল বাধা
দু’জনে মিলব আবার]-২
[সাক্ষী থাকুক এই পৃথিবী
আর আকাশের চাঁদ]-২
[চিরদিনের সাথী হয়ে
থাকবে কাছে আমার
দুটি হৃদয় মিলেমিশে
হবে একাকার]-২
[সাক্ষী থাকুক এই পৃথিবী
আর আকাশের চাঁদ]-২
হায়রে আমি কতখানি
ভালোবাসি তোমায়
বুঝবে সেদিন যেদিন তুমি
বাসবে ভালো আমায়।