হাফ মুসলমান হয়ে ঢাকাতে থাকি- নকুল কুমার বিশ্বাস | Half Musolman Hoye Dhakate Thaki – Nakul Kumar Biswas

হাফ মুসলমান হয়ে ঢাকাতে থাকি
Half Musolman Hoye Dhakate Thaki 
Nakul Kumar Biswas
নকুল কুমার বিশ্বাস

হাফ মুসলমান হয়ে ঢাকাতে থাকি

জলটাকে পানি বলি কাকিমারে `চাচি’ ডাকি।।

আসসালামুআলাইকুম বলি দেখলে কারো ফেস

বিদায় বেলা হাত নেড়ে বলি খোদা হাফেজ।

স্নান করাকে গোসল বলি, এ অভ্যাস পাকাপাকি।।

হাটুর নিচে পাঞ্চাবীর ঝুল, পাজামা সঙ্গী

বাপদাদার ধুতি বেচে কিনেছি চেক লুঙ্গি।

আবার নামের আগে জনাব লিখি শ্রীটাকে দিয়ে ফাঁকি।।

মুখে সদা আল্লাহ আল্লাহ ভুলছি হরিনাম

জানি না বুঝি না আমি এর কী পরিণাম

সবকিছুতেই মুসলিম কালচার, শুধু খাতনাটাই আছে বাকি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *