হাজার চুরাশির মা
Hajar Curashir Maa
কথা,সুর,কণ্ঠ-নচিকেতা
হাজার চুরাশির মা,
তুমিই তো দশ কোটির তুমি মা
শোনো আমার রাজ্যের
দশ কোটি সন্তানের বঞ্চনা।
কেন্দ্র দেয়না একটা টাকাও
স্বচ্ছ ভারত কই ?
ব্যাংক থেকে ব্যাংক দেউলিয়া হয়
নেপোয় মারে দই !
তোমার মঙ্গল শঙ্খ শুনি
বানী সংহতির।
তোমার মঙ্গল শঙ্খ শুনি
বানী সংহতির।
অথচ কিছু লোক,
বিভেদ শেখায় ধর্ম ও জাতির !
দশভূজা দাও সাহস (দুর্বার)
মহিষাসুরের স্পর্ধা (রুখবার)
ছিনিয়ে ঠিক আনবো (অধিকার)
করুণা তোমার হোক না (অপার)
মোছাও কালিমা
দশ কোটির তুমি মা।
(হাজার চুরাশির মায়ের সন্তান
বদ্ধভূমিতে মরে
বাঁচবো আমরা,
তুমি দেবে প্রাণ প্রতিষ্ঠা করে)-২
রক্তে শিরায় হোক (জাগরণ),
রথের চাকা হোক (উদয়ন)।।।।।।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।।।।।