হরি লুটো লুটোরে ভাই, হরিবোল বলে | Hori Luto Lutore Vai, Horibol Bole | Key Lyrics

হরি লুটো লুটোরে ভাই, হরিবোল বলে
Hori Luto Lutore Vai, Horibol Bole
Aditi Munshi – অদিতি মুন্সি



নিতাই গৌর সীতা রাম প্রেমানন্দে,

গৌর হরিবোল গৌর হরিবোল

গৌর হরি হরি হরিবোল

আনন্দ বাজারে নিতাই

প্রেমেরও বাজারে

ও ও ও আনন্দ বাজারে

নিতাই ঐ প্রেমেরও বাজারে

ও ও ও লাগলো হরির লুট

নিতাই প্রেমেরও বাজারে।

হরির লুট পইরাছে

সন্মুখেতে আও লুটে।

লুটো লুটোরে ভাই,

হরিবোল বলে।।


হরির লুট পইরাছে

সন্মুখেতে আও লুটে।

লুটো লুটোরে ভাই,

হরিবোল বলে।

(হরি লুটো লুটোরে ভাই,

হরিবোল বলে)

হরির নামের গুনে গহণ বনে,

শুকনা গাছে ফল ধরে।।


অন্ধ দেখে ল্যাংড়ায় নাচে

বোবায় হরি বোল বলে।

লুটো লুটোরে ভাই,

হরিবোল বলে।

(হরি লুটো লুটোরে ভাই,

হরিবোল বলে)

হরির লুট পইরাছে

সন্মুখেতে আও লুটে।

লুটো লুটোরে ভাই,

হরিবোল বলে।

(হরি লুটো লুটোরে ভাই,

হরিবোল বলে)

যাগ-যজ্ঞ যত ছিল,

সত্য,ত্রেতা,দ্বাপরে(আহা !)।।


কলি যুগে হরির নামে

মহা পাপী উদ্ধারে।

লুটো লুটোরে ভাই,

হরিবোল বলে।

(হরি লুটো লুটোরে ভাই,

হরিবোল বলে)

হরির লুট পইরাছে

সন্মুখেতে আও লুটে।

লুটো লুটোরে ভাই,

হরিবোল বলে।

(হরি লুটো লুটোরে ভাই,

হরিবোল বলে)

লুটো লুটোরে ভাই,

হরিবোল বলে।

(লুটো লুটোরে ভাই,

হরিবোল বলে)

আহা ! লুটো লুটোরে ভাই,

হরিবোল বলে।

হরিবোল হরিবোল

হরিবোল হরিবোল

হরিবোল হরিবোল

হরিবোল হরিবোল

হরিবোল হরিবোল

হরিবোল হরিবোল

হরিবোল হরিবোল

হরিবোল হরিবোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *