হবিগঞ্জের জালালী কইতর | তোমরা আমায় চিননি | Hobigonjer Jalali Koitor | Tomra Amay Chinoni | Song Lyrics

হবিগঞ্জের জালালী কইতর| তোমরা আমায় চিননি
Hobigonjer Jalali Koitor | Tomra Amay Chinoni


হবিগঞ্জের জালালী কইতর সুনামগঞ্জের কুড়া,
সুরমা নদীর গাংচিল আমি শূন্যে দিলাম উড়া,
শূন্যে দিলাম উড়া রে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর,
তোমরা আমায় চিননি… তোমরা আমায় চিননি
তোমরা আমায় চিননি…
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর।

হাওরের পানি নাইরে হেথায় নাইরে তাজা মাছ
বিলের বুকে ডানা মেইলা নাইরে হিজল গাছ
বন্ধু নাইরে তাজা মাছ ।
তবু নিদহারা নগরের পথে রাইতের দুপুরে
মরমিয়া ভাটিয়ালী আমার গালায় ঝরে ।

এই সুরে আছেরে বন্ধু অশত্থ বটের ছায়া
এই সুরে বিছাইয়াদেরে শীতল পাটির মায়া
গো বন্ধু অশত্থ বটের ছায়া ।
এইনা সুরের পালের দোলায় খুশির হাওয়া বয়
এই সুরের দৌলতে আমি জগৎ করলাম জয় ।






Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *