স্বপ্নের যদি আর কোনো নাম দাও
Swapner Jadi Aar Kono Naam Dao
ছায়াছবি: মানসী (১৯৯০)
কথা: মুকুল দত্ত
সুর: অসিত গঙ্গোপাধ্যায়
কণ্ঠ: কিশোর কুমার
স্বপ্নের যদি আর কোনো নাম দাও
তবে তার মানে হবেনা।
[স্বপ্নের যদি আর কোনো নাম দাও
তবে তার মানে হবেনা
আশার কুয়াশা ছিঁড়ে ক্লান্ত মনের সাথে
বেশিদূরে আর তো যাওয়া যাবে না]-২
স্বপ্নের যদি আর কোনো নাম দাও
তবে তার মানে হবেনা,স্বপ্নের।
[চোখের আকাশ নীলে
মন মিল খুঁজে পেল
নিমেষেতে মন আমার
পাখি হয়ে উড়ে গেল
পাখি হয়ে উড়ে গেল]-২
প্রাণের বাসর ঘরে
মনের প্রদীপ জ্বেলে
এসে ফিরে আর তো যাওয়া যাবে না
স্বপ্নের যদি আর কোনো নাম দাও
তবে তার মানে হবেনা
আশার কুয়াশা ছিঁড়ে ক্লান্ত মনের সাথে
বেশিদূরে আর তো যাওয়া যাবে না
স্বপ্নের যদি আর কোনো নাম দাও
তবে তার মানে হবেনা,স্বপ্নের।
[মনের আঁচলে আজ
কত রং লেগে আছে
এতটুকু পরিচয়
ভালোবাসা হয়ে গেছে
ভালোবাসা হয়ে গেছে]-২
সুখের আশার থেকে
বেদনার আঁধারেতে
কোনোদিনও আর তো যাওয়া যাবে না
স্বপ্নের যদি আর কোনো নাম দাও
তবে তার মানে হবেনা
আশার কুয়াশা ছিঁড়ে ক্লান্ত মনের সাথে
বেশিদূরে আর তো যাওয়া যাবে না
[স্বপ্নের যদি আর কোনো নাম দাও
তবে তার মানে হবেনা,স্বপ্নের]-২