সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি
Se Ki Amar Hobar Kotha Apon Bege Apni Mori
সে কি আমার কবার কথা
আপন বেগে আপনি মরি।
গৌর এসে হৃদয়ে বসে
করলো আমার মন-চুরি।।
কিবা গৌর রূপ লম্পটে
ধৈর্যের ডুরি দেয় গো কেটে
লজ্জা ভয় সব যায় গো ছুটে
যখন ওই রূপ মনে করি।।
গৌর দেখা দিয়ে ঘুমের ঘোরে
চেতন হয়ে পাইনে তারে
লুকাইল কোন শহরে
নব রূপের রসবিহারী।।
মেঘে যেমন চাতকেরে
দেখা দিয়ে ফাঁকে ফেলে
লালন বলে তাই আমারে
করলো গৌর বরাবরই।।