সেই ফাল্গুন তো এল
বাংলা ভার্সন
ছবি-বালমা (হিন্দী)
শিল্পী-অলকা ইয়াগনিক,
কুমার শানু
সেই ফাল্গুন তো এল,
সেই ফাল্গুন তো গেল।।
বলো গো বলো ওগো প্রিয়,
মিলবো কবে আবার।।
মিলবো যে রিমঝিম ঝিম,
বৃষ্টি ঝরলে।।
সেই ফাল্গুন তো এল,
সেই ফাল্গুন তো গেল।।
বলো গো বলো ওগো প্রিয়া,
মিলবো কবে আবার।।
মিলবো যে রিমঝিম ঝিম,
বৃষ্টি ঝরলে।।
হায় তুমি বিনা কাটেনা
এ ক্ষণ এ দিন এ রাত
আমার ও বন্ধু ;
হায় তুমি কেন বোঝনা
এ প্রান এ গান এ মন
তোমার ও বন্ধু ;
কি করে যে সারা হবে
তোমার আমার ব্যবধান ;
সেই ফাল্গুন তো এল,
সেই ফাল্গুন তো গেল।।
বলো গো বলো ওগো প্রিয়া
মিলবো কবে আবার।
মিলবো যে রিমঝিম ঝিম,
বৃষ্টি ঝরলে।।
কেন তাল বাহানা কর যে
কাছে আরো আমায়
টেনে তুমি নাও না ;
সব দুঃখ ব্যথা জুড়াবে
জনম জনম আমার
তুমি হয়ে যাও না ;
চিরসাথী এই দু’জনার
সব বিরহে হোক অবসান।
সেই ফাল্গুন তো এল,
সেই ফাল্গুন তো গেল।।
বলো গো বলো ওগো প্রিয়া
মিলবো কবে আবার
বলো গো বলো ওগো প্রিয়
মিলবো কবে আবার।
মিলবো যে রিমঝিম ঝিম,
বৃষ্টি ঝরলে।।
মিলবো যে রিমঝিম ঝিম
বৃষ্টি ঝরলে।
মিলবো যে রিমঝিম
ঝিম ঝিম ঝিম বৃষ্টি ঝরলে
রিমঝিম ঝিম রিমঝিম ঝিম আ